Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

 

নারী শিক্ষার অগ্রগতিতে এবং শিক্ষকতা পেশায় নারীদের প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ। প্রতিষ্ঠার পূর্বে উনবিংশ শতকের মাঝামাঝি সময় মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য নিজপুত্র (ভ্রাতৃপুত্র ও দত্তকপুত্র) শশীকান্ত আচার্যের নামে ‘শশীলজ’ নামে বাসভবনটি নির্মাণ করেন। ১৯৫২  থেকে ২০১৫ পর্যন্ত  শশীলজ ভবনে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে শশীলজ ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হওয়ায় কলেজের মূল একাডেমিক ভবনে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এ কলেজে রয়েছে একটি একাডেমিক ভবন,১টি হোস্টেল (২ টি ব্লক), হোস্টেল সুপার ও সহকারি  হোস্টেল সুপার এর বাসভবন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র কলেজে এক বছর মেয়াদী নিয়মিত বি.এড ও  এম. এড কোর্স পরিচালিত হয়ে আসছে  এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে  চার বছর মেয়াদি বি.এড (অনার্স) কোর্স শুরু হয়েছে।নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  স্তরের শিক্ষকদের বিষয় ভিত্তিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ইন-সার্ভিস প্রশিক্ষণ (FSSAP,LSBE, WASH in School, Multimedia Content Development , Disaster Risk and Disaster Management ,Autism and Neuro Developmental Disability etc) কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশের একমাত্র  মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে দীর্ঘ প্রায় ৬৫ বছর যাবৎ শিক্ষক প্রশিক্ষণে অবদান রেখে চলেছে।