Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস প্রধান

প্রফেসর মুশফীক আহাম্মদ ০৩/০১/২০২৪ তারিখে অধ্যক্ষ হিসেবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রী অর্জন করেন। তিনি ১৪'শ বিসিএস এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৮/১১/১৯৯৩ তারিখে প্রভাষক পদে শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহে প্রথম যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সান্তাহার সরকারি কলেজ, বগুড়ায়, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে পর্যায়ক্রমে প্রশিক্ষন বিশেষজ্ঞ এবং সহকারী পরিচালক অর্থ পদে প্রেষণে এবং আনন্দমোহন কলেজে অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৬ সালে ভারতের নয়াদিল্লীতে অবস্থিত National University of Educational Planning and Administration (NUEPA) হতে Educational Planning and Administration বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি বিভিন্ন বিষয়ে যে সকল স্বল্পকালীন প্রশিক্ষণে অংশগ্রহন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল Education Management and Trainer Training (ATT, Thailand), শিক্ষা গবেষণা পদ্ধতি, শিক্ষা পরিকল্পনা ও উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার এ্যাপ্লিকেশন, ডিজিটাল কনটেণ্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষন, সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশন ম্যানেজমেন্ট ইত্যাদি। তাঁর লেখা তিনটি রিসার্চ আর্টিক্যাল NAEM Journal এ এবংআনন্দ মোহন কলেজ জার্নালে CSR শিরোনামে একটি আর্টিক্যাল প্রকাশিত হয়। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ ময়মনসিংহ সদর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে বিশেষ সম্মাননা পদক লাভ করেন। প্রফেসর মুশফীক আহাম্মদ ১৯৯৩ সালে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে অদ্যাবধি নিষ্ঠা ও সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন।